ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৪. আঞ্চলিক পরিষদ রয়েছে কোথায়? ক) চট্টগ্রামে খ) পার্বত্য চট্টগ্রামে গ) সিলেটে ঘ) রাজশাহীতে ১৫. পৌরসভার প্রধানকে বলা হয়- ক) সভাপতি খ) সভানেত্রী গ) মেয়র ঘ) চেয়ারম্যান ১৬. সারা বিশ্বে কোন সাম্রাজ্য বিস্তৃত ছিল? ক) তামিল খ) ব্রিটিশ গ) পর্তুগিজ ঘ) চীনা ১৭। শাসন বিভাগের প্রধান কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) স্পিকার ঘ) প্রধান বিচারপতি ১৮. শিক্ষার অধিকার ভঙ্গ হলে তা রক্ষায় মানুষ কোন আইনের সাহায্য নিতে পারবে? ক) বেসরকারি আইন খ) প্রশাসনিক আইন গ) ফৌজদারি আইন ও দন্ডবিধি ঘ) সাংবিধানিক আইন ১৯. “সন্তানসন্তুতির জন্মদান ও লালনপালনের নিমিত্তে জৈবিক সম্পর্ক দ্বারা সংগঠিত ক্ষুদ্রবর্গকে পরিবার বলে।” - এটি কার উক্তি? ক) ই. এম. হোয়াইটের খ) লাস্কির গ) ম্যাকাইভারের ঘ) এরিস্টটলের ২০. ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদেরকে কত সদস্যের অনাস্থার দ্বারা অপসারণ করা যায়? ক) অর্ধেক সদস্যের খ) দু-তৃতীয়াংশের গ) তিন-চতুর্থাংশের ঘ) অন্য সকল সদস্যদের ২১. ভারত কোন ধরনের রাষ্ট্র? ক) সমাজতান্ত্রিক খ) রাজতান্ত্রিক গ) রাষ্ট্রপতিশাসিত ঘ) যুক্তরাষ্ট্র ২২. প্রত্যেক রাজনৈতিক দলের রয়েছে- র. আদর্শ রর. সুনির্দিষ্ট কর্মসূচি ররর. সংঘবদ্ধ জনসমষ্টি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. রাষ্ট্রের এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা হচ্ছে- ক) কেন্দ্রীয় সরকার খ) জাতীয় সরকার গ) স্থানীয় সরকার ঘ) উপরের সবকটি ২৪. আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে প্রচলিত আছে- ক) যৌথ পরিবার খ) বহুপতি পরিবার গ) একক পরিবার ঘ) বহুপতœীক পরিবার ২৫. আচার্য বড়ুয়া তার লেকচারে ছাত্রদের উদ্দেশে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো সম্পর্কে বললেন। পদ্ধতিগুলো সমর্থন করেÑ ক) অনুমোদন, আলাপ-আলোচনা, মারামারি ও বিবর্তন দ্বারা খ) অনুমোদন, আলাপ-আলোচনা, বিপ্লব ও বিবর্তন দ্বারা গ) অনুমোদন, ইচ্ছা, জটিলতা ও মঞ্জুরি দ্বারা ঘ) অনুমোদন, সংগ্রাম, ভাঙন ও মিছিল করা ২৬. বাংলাদেশ সরকারের কে তার দলের প্রধান নেতা হিসেবেও কাজ করেন? ক) প্রধানমন্ত্রী খ) সচিব গ) সংসদ সদস্য ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী ২৭. জামায়াতে ইসলামী কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৩৮ সালে খ) ১৯৩৯ সালে গ) ১৯৪০ সালে ঘ) ১৯৪১ সালে ২৮. কিসের ওপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে? ক) মূলধনের ওপর খ) সুনাগরিকের বুদ্ধির ওপর গ) জনগণের ওপর ঘ) নেতৃবৃন্দের ওপর ২৯. নিরক্ষরতা কী? ক) অভিশাপ খ) অপরাধ গ) পাপ ঘ) ধর্মান্ধতা ৩০. আইয়ুব সরকার আগরতলা মামলা করে কেন? ক) ৬ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য খ) ১১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য গ) ২১ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য ঘ) স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার জন্য ৩১. সংসদীয় সরকার অন্য কোন নামে পরিচিত? ক) রাষ্ট্রপতি প্রভাবিত সরকার খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকার গ) গণতান্ত্রিক সরকার ঘ) নির্ভরশীল সরকার ৩২. সন্ত্রাস সৃষ্টি হয়ে থাকে- ক) পরিবেশের কারণে খ) শিক্ষার অভাবে গ) টাকা পয়সার অভাবে ঘ) খাদ্যের অভাবে সঠিক উত্তর : ১৪. (খ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (ক)
×