ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা কর্মীরা ‘জীবিত’

প্রকাশিত: ২০:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা কর্মীরা ‘জীবিত’

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় গেল সপ্তায় একটি সোনারখনি দুর্ঘটনায় আটকা পড়া তিনকর্মী এখনো জীবিত রয়েছেন। উদ্ধারকর্মীদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। খনির ভেতরের ল্যাম্প রুমে ওই তিনকর্মী অবস্থান করছেন। শুক্রবার একটি ভবন ধসে খনিতে পড়লে সেখানেও ধস নামে আর টন টন পাথরের নিচে আটকা পড়েন ওই কর্মীরা। উদ্ধারকর্মীরা জানিয়েছে, মাটির উপর থেকে প্রযুক্তির মাধ্যমে শব্দ ধারণ করে সাড়া পেয়েছেন। আর সেকারণেই শ্রমিকেরা এখনো জীবিত রয়েছেন বলে খনি মালিকেরা আশাবাদী হয়েছে উঠেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বারবারটনের কাছে লিলি খনিতে শুক্রবার এই দুর্ঘটনার পর ৭০জনেরও বেশি শ্রমিক জরুরি নির্গমণ পথ দিয়ে মাটির নিচ থেকে উপরে উঠে আসতে সক্ষম হন। খনির একটি সাপোর্টিং পিলার ভেঙে একটি ভবন ধসে খনিমুখের প্রবেশমুখে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ৩,৫০০ টন মাটি-পাথর সরিয়ে নিয়েছেন। কিন্তু আটকা পড়া কর্মীদের কাছে পৌঁছুতে এখনো ১০,০০০ টনের মতো ধ্বংসাবশেষ সরাতে হবে বলে জানা গেছে।
×