ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় ইটভাঁটিতে চাঁদাবাজি ॥ শহর অচল করার হুমকি

প্রকাশিত: ০৩:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

চুয়াডাঙ্গায় ইটভাঁটিতে চাঁদাবাজি ॥ শহর অচল করার হুমকি

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৯ ফেব্রুয়ারি ॥ চুয়াডাঙ্গায় ইটভাঁটিতে চাঁদাবাজি বন্ধ না হলে শহর অচল করে দেয়ার হুমকি দিয়েছে ইটভাঁটি মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, জেলার ৮৪টি ইটভাঁটি মালিকরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আমরা সরকারের ভ্যাট, ট্যাক্স, লাইসেন্স ফি দিয়ে সরকারী নীতিমালা অনুযায়ী ব্যবসা করে আসছি। কিন্তু স্থানীয় প্রশাসন আমাদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। গত বছর আলমডাঙ্গার একটি ইটভাঁটি শ্রমিক মুসা হককে চাঁদার দাবিতে হত্যা করা হয়। পরবর্তীতে তারা প্রত্যেকটি ভাঁটিমালিককে চাঁদা না দিলে এভাবেই শ্রমিকদের হত্যা করার হুমকি দেয়। তারপর থেকেই আমরা ঢালাওভাবে চাঁদা দিতে বাধ্য হচ্ছি। গত কয়েক দিন আগে দামুড়হুদার মুক্তারপুরে এমআর ব্রিক্স ও লাবণী ব্রিক্স সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে। আরও বেশ কিছু বন্ধ হওয়ার পথে। গুরুদেব, বিজয়, বিকাশ, সাগরসহ একাধিক বাহিনীর নামে সন্ত্রাসীরা মোবাইল ফোনে চাঁদা চাচ্ছে। চাঁদা না দিলে রাতে ১৫/২০ জনের গ্যাং গ্রুপ ভাঁটিতে ঢুকে শ্রমিকদের মারধরসহ হত্যার হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। তারা আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের যানবাহন দিয়ে শহর অচল করে দেয়া হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে চুয়াডাঙ্গাকে সন্ত্রাসমুক্ত এলাকায় পরিণত করা ও র‌্যাব ক্যাম্প পুনর্প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইটভাঁটি মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, জিকজাক ভাঁটি মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান নান্নু, হাবিবুর রহমান লাভলু প্রমুখ। কৃষকের সততা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ ফেব্রুয়ারি ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পতœীতলা শাখার হারিয়ে যাওয়া ২ লাখ টাকাসহ ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার আরেক দৃষ্টান্ত রাখলেন কৃষক সাদেক উদ্দিন (৪২)। মঙ্গলবার ব্যাংক চত্বরে ব্যবস্থাপকের কাছে কুড়িয়ে পাওয়া টাকার ওই ব্যাগটি ফেরত দিয়েছেন তিনি। জানা গেছে, শনিবার রাকাব পতœীতলা শাখার ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন ব্যাগে করে নগদ ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মোটরসাইকেলযোগে নজিপুর থেকে বদলগাছী যাওয়ার পথে তার কাঁধ থেকে ব্যাগটি পড়ে যায়। নামফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা পরিষদ অডিটরিয়াম সংস্কার ও আধুনিকায়ন শেষে নতুন নামকরণ করা হয়েছে। জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের নামে এ অডিটরিয়ামের নামফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অডিটরিয়ামের নামফলক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাবলু সরকার।
×