ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

মীর কাশেম আলীর আপীলের শুনানি অব্যাহত

প্রকাশিত: ০৫:২৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাশেম আলীর আপীলের শুনানি অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মুত্যুদ-প্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক চট্টগ্রামের বাঙ্গালী খান, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর রায়ের বিরুদ্ধে করা আপীল শুনানি অব্যাহত রয়েছে। মীর কাশেম আলীর আপীল মামলার প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। আজ বুধবার আবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। বেঞ্চে অন্যান্য বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। আসামি পক্ষে মঙ্গলবার সকালে লিখিত যুক্তিতর্ক জমা দেন মীর কাশেমের আইনজীবী এস এম শাহজাহান। এরপর তিনি অভিযোগগুলো পড়া শুরু করেন। প্রথমদিনে ১ থেকে ১৮ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা পড়া শেষ করেছেন এই আইনজীবী। রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নবেম্বর মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশ প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নবেম্বর মীর কাশেম আলী আপীল করেন। মীর কাসেম তার দেড়শ’ পৃষ্ঠার মূল আপীলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপীলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন।
×