ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অবাধে চলছে জাটকা বিক্রির মহাউৎসব’ প্রশাসন নির্বীকার

প্রকাশিত: ২০:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

কালকিনিতে অবাধে চলছে জাটকা বিক্রির মহাউৎসব’ প্রশাসন নির্বীকার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ প্রশাসনকে তোয়াক্কা না করে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে অবাধে চলছে জাটকা বিক্রির মহাউৎসব। এ উপজেলা থেকে প্রতিদিন দেশের বিভিন্নস্থানে প্রায় লক্ষ-লক্ষ টাকার জাটকা সরবরাহ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ বিষয় নিয়ে প্রশাসনের নিরব ভুমিকা পালন করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখো গেছে, উপজেলার মিয়ারহাট, ফাসিয়াতলাহাট ও মোল্লারহাটসহ বেশ কয়েকটি হাট বাজারে জাটকা বিক্রির ধুম পড়েছে। এ সকল হাট-বাজার গুলোতে বেশির ভাগ রাত ১২ থেকে ভোর পর্যন্ত চলে জাটকা বেচা- কেনা। এখানে থেকে পিকাপে করে জাটকা নিয়ে বিক্রি হচ্ছে বরিশাল, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, ফরিদপুর ও কুষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলায়। এসকল জেলায় জাটকা বিক্রিতে চড়া দাম পাওয়ায় বেশি সরবরাহ হচ্ছে বলে জানা যায়। অবাধে এ জাটকা বিক্রি হলেও উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ করেন সাধারন মানুষ। এ ব্যাপারে কালকিনি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা সাঈদুজ্জামান খান বলেন, অবাধে জাটকা বিক্রির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
×