ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউ হ্যাম্পশায়ারে হারলেন হিলারি, জিতলেন ট্রাম্প

প্রকাশিত: ২১:৫০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

নিউ হ্যাম্পশায়ারে হারলেন হিলারি, জিতলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতা বাছাই পর্বে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট পার্টির বার্নি স্যান্ডার্স। বিলিয়নিয়ার মিস্টার ট্রাম্প পরবর্তী রিপাবলিকান প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। আর ডেমোক্রেটিক প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স আরকে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। তিনি বলেছেন, এই ফল জনগণের প্রত্যাশার প্রতিফলন। তার ভাষায় মার্কিন জনগণ ‘সত্যিকারের পরিবর্তন’ চায়। রিপাবলিকানদের ভোটে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন ক্যাসিস দ্বিতীয় অবস্থানে আছেন। সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের সাথে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ফ্লোরিডার সিনেটর মার্কো উবিও তৃতীয় অবস্থানে আছেন। এই ফলাফলের পর হিলারি ক্লিনটন স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন তবে তিনি ভোটের লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত পয়লা ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতার মূল লড়াই।এবার নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হল প্রথম প্রাইমারি। চলতি মাসের শেষের দিকে সাউথ ক্যারোলাইনা ও নেভাডায় পরবর্তী প্রাইমারি ভোট হবে। সূত্র : বিবিসি বাংলা
×