ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধা খুনিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ২১:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধা খুনিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জের ব্যবসায়ী অরুন দত্তের খুনিদের গ্রেফতারের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন গোবিন্দগঞ্জ উপজেলার বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় জনতা। স্থানীয় বনিক সমিতি’র উদ্যোগে বুধবার সকালে নিহত ব্যবসায়ী অরুন দত্তের নিজবাড়ী পৌরশহরের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে সড়ক অবরোধ করে রাখা হয়। বনিক সমিতির সাধারন সম্পাদক আকতার হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এর আগে মানববন্ধন পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোড়ের বর্ধনকুটি এলাকার একটি ডোবা থেকে ব্যবসায়ী অরুন দত্তের মাথাহীন লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অরুন দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের মধ্যপাড়ার মৃত হীরেন দত্তের ছেলে। তিনি পৌর বাজারে শিলপাটার ব্যবসা করতেন।
×