ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে ৭০মন জাটকা জব্দ ॥ ৪ জনের দন্ড

প্রকাশিত: ২২:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে ৭০মন জাটকা জব্দ ॥ ৪ জনের দন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরী ও মুলাদী থেকে বুধবার সকালে পৃথক দুটি অভিযানে ৭০মন জাটকাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জনকে ১ বছর করে কারাদন্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ শফিকুল ইসলাম জানান, কালাইয়া বাজার থেকে জাটকা মাছ বরিশাল পোর্ট রোডের মাছ ব্যবসায়ী নাসির মিয়ার আড়তে আনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বালুর ঘাট এলাকা থেকে ১০মন জাটকাসহ মৎস্য ব্যবসাীয় বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। আটককৃতকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুৎফুল হাসানের ভ্রামম্যান আদালতে সোপার্দ করা হলে বাচ্চুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। একইদিন উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৬০ মন জাটকা জব্দ করেন। এসময় ট্রলারে থাকা হিজলা উপজেলার আলীগঞ্জের বাসিন্দা মোঃ শাহীন, মোঃ সোহাগ ও আইয়ুব আলী বাঘা নামে তিনজনকে আটক করা হয়। বুধবার দুপুরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদের আদালতে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তিনজনের প্রত্যেককে ১ বছর করে দন্ডাদেশ প্রদান করেন। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানাসহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
×