ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে পদক্ষেপ নেবে আইসিবি

প্রকাশিত: ০১:১৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে পদক্ষেপ নেবে আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে উন্নয়ন ও গতিশীলতা ফেরাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উজ জামান। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি এসব কথা বলেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইফতেখার উজ জামান বলেন, পুঁজিবাজারের যে পরিস্থিতি, তাতে এই বাজার নিয়ে আইসিবির অনেক কিছু করণীয় আছে। বাজারকে স্থিতিশীল ও গতিশীল করতে যে সব কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন আইসিবি তা গ্রহণ করবে। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আইসিবি পুঁজিবাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মার্কেট মেকিংয়ের যে কনসেপ্ট আছে; সেটি মূলত আইসিবি পালন করে। নতুন ব্যবস্থাপনা পরিচালকের গতিশীল নেতৃত্বে পুঁজিবাজারের আরও প্রসার ঘটবে বলে মনে করেন তিনি। ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া আইসিবির নতুন ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানান। এসময় ডিএসইর পরিচালক মো. রুহুল আমিন, অধ্যাপক ড. এম কায়কোবাদ, মো. মজিবুর রহমান, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল এবং শরীফ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
×