ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মারুফ রেহমানের ‘হয়তো একটি প্রেমের উপন্যাস’

প্রকাশিত: ০৪:০৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মারুফ রেহমানের ‘হয়তো একটি প্রেমের উপন্যাস’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারের বইমেলায় এসেছে মারুফ রেহমানের গ্রন্থ ‘হয়তো একটি প্রেমের উপন্যাস। গ্রন্থটি প্রকাশ করেছে বর্ষা দুপুর। বইয়ের নামেই এর পরিচয় পাওয়া যায়। এটি একটি প্রেমের উপন্যাস। তবে লখকের মতে প্রেম কখনোই নিশ্চিত নয়। প্রেম মানেই অনিশ্চয়তা। সেখানে দ্বন্দ¡ থাকবে, থাকবে সংঘাত। একই সঙ্গে থাকবে বিশ্বাস আর অবিশ্বাসের দোলা। এই হলো তার উপনস্যাসের বিষয়বস্তু। লেখক মারুফ রেহমান উন্মাদের সহকারী সম্পাদক ছিলেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টিভি রিয়ালিটি শো ‘কে হতে চায় কটিপতি’র ক্রিয়েটিভ এবং প্রশ্ন সম্পাদনার দায়িত্বে ছিলেন তিনি।
×