ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভয়াবহ খরা

সোমালিয়ায় ৫০ হাজার শিশু মৃত্যুমুখে

প্রকাশিত: ০৪:১১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সোমালিয়ায় ৫০ হাজার শিশু মৃত্যুমুখে

সোমালিয়ায় ভয়াবহ খরার কারণে ৫০ হাজারেরও বেশি শিশু মৃত্যুমুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর ওয়েবসাইটের। আফ্রিকার এ দেশটিতে শিশুদের অপুষ্টির হারও আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর ‘ওচা’। সতর্ক বার্তায় বলা হয়, প্রায় ১০ লাখ সোমালীয় (প্রতি ১২ জনে একজন) প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করছে। সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়ক পিটার দ্যু ক্লেয়া বলেন, যেহেতু সেখানে খরা দিন দিন তীব্রতর হচ্ছে তাই সেখানে আরও অনেক মানুষ সঙ্কটে পড়বে। বিশেষ করে সেখানকার শিশুদের অবস্থা অত্যন্ত নাজুক। যদি এখনই চিকিৎসা দেয়া না হয় তবে দেশটির ৫৮,৩০০ শিশু মারা যাবে। সোমালিয়ার শিশুদের জরুরী সাহায্যের জন্য আরও তহবিলের আবেদন জানিয়েছেন তিনি। এল নিনোর প্রভাবে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে প্রচণ্ড খরা দেখা দিয়েছে। সোমালিয়ার পুন্টল্যান্ড এবং স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ডের অধিবাসীরা খরায় সবচেয়ে বেশি ভুগছে। সোমালিয়ায় বছরের পর বছর ধরে চলা সংঘর্ষের কারণে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থা সবচেয়ে সঙ্কটাপন্ন। খরার কারণে প্রতিবেশী দেশ ইথিওপিয়াও ১০ লাখের বেশি মানুষের খাদ্য সাহায্য প্রয়োজন। জিম্বাবুইয়ে খরাপীড়িত কয়েকটি এলাকায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে।
×