ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০২২ কাতার বিশ্বকাপ খেলে অবসর নেবেন পর্তুগাল অধিনায়ক

সর্বোচ্চ গোলের পিচিচি ট্রফি রোনাল্ডোর

প্রকাশিত: ০৫:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬

সর্বোচ্চ গোলের পিচিচি ট্রফি রোনাল্ডোর

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা (২০১৪-১৫) মোটেও ভাল কাটেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ব্যক্তিগত পারফর্মেন্সে উজ্জ্বল থাকলেও ক্লাব রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেননি একটি ট্রফিও। চলমান মৌসুমেও মিশ্রভাবে এগিয়ে চলেছেন। এরই মাঝে আরও একটি ব্যক্তিগত পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। গত মৌসুমে স্প্যনিশ লা লিগার সর্বোচ্চ গোলের স্বীকৃতিস্বরূপ রোনাল্ডো জিতেছেন পিচিচি এ্যাওয়ার্ড। মঙ্গলবার সি আর সেভেনের হাতে সেরার ট্রফি তুলে দেয়া হয়। ইতোমধ্যে কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে রোনাল্ডো এখন রিয়ালের সফলতম ফরোয়ার্ড। রিয়ালের জার্সি গায়ে তিন তিনবার জিতে নিয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। পিচিচি ট্রফি দিয়ে থাকে স্পেনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। গত মৌসুমে সর্বোচ্চ ৪৮ গোল করে মর্যাদার এই এ্যাওয়ার্ড জিতেছেন ৫ ফেব্রুয়ারি ৩১ বছরে পা রাখা রোনাল্ডো। তৃতীয়বারের মতো পুরস্কার হাতে নিয়ে রোনাল্ডো অবশ্য ভিন্ন সুর শুনিয়েছেন। পর্তুগীজ তারকার ইঙ্গিত, দুই বছর পর রিয়ালের সঙ্গে মেয়াদ শেষে চুক্তি নবায়ন নিয়ে চিন্তাভাবনা করবেন তিনি। এ্যাওয়ার্ড জয়ের পর নিজের ভবিষ্যত সম্পর্কে রোনাল্ডো বলেন, আমি এখানে (রিয়াল মাদ্রিদ) আরও দুই বছর থাকতে চাই। এরপর কী হবে, তা ভবিষ্যতই বলে দেবে। আমার চুক্তির মেয়াদ এ পর্যন্তই। এখন আমাকে শুধু যত বেশি সম্ভব ট্রফি এবং অন্তত আরও একবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য চেষ্টা করতে হবে। ট্রফি গ্রহণের পর রোনাল্ডো আরও জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে পেয়ে রোনাল্ডো অবশ্য দারুণ খুশি। নিজের টুইটার এ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমার তৃতীয় পিচিচি পুরস্কার! লা লিগার সর্বোচ্চ গোলদাতা হতে পেরে গর্বিত। সবাইকে ধন্যবাদ। গতবার সেরা গোলদাতা হলেও এ মৌসুম তেমন ভাল কাটছে না রোনাল্ডোর। এ পর্যন্ত ৩০ গোল করলেও সেগুলোর বেশিরভাগই দুর্বল প্রতিপক্ষের সঙ্গে। এমনকি লা লিগার শীর্ষ ছয় দলের কারও বিপক্ষেই জাল খুঁজে পাননি তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এ কারণে নিন্দুকদের সমালোচনাও গিলতে হচ্ছে সাবেক ফিফা সেরা ফুটবলারকে।
×