ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবিরাগের ভালবাসার বসন্ত

প্রকাশিত: ১৯:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রবিরাগের ভালবাসার বসন্ত

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথের গান নিয়ে আয়োজন ‘ভালোবাসার বসন্ত’। আয়োজন করেছে ‘রবিরাগ’। পুরো আয়োজনেই থাকছে রবীন্দ্রনাথের গানে বসন্তকে ধরার চেষ্টা। এমনটাই জানালেন প্রতিষ্ঠানের পরিচালক রবীন্দ্রসঙ্গীতশিল্পী সাদি মহম্মদ। গানে গানে বসন্তকে বরণ করে নেওয়ার এ আয়োজন করা হয়েছে বাংলা ফাল্গুন মাসের প্রথমদিন, ইংরেজির ১৩ ফেব্রুারি। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এটি অনুষ্ঠিত হবে। আয়োজন প্রসঙ্গে রবিরাগের সভাপতি আমিনা আহমেদ বলেন, রঙিন ভালোবাসা সিক্ত হতে এ আয়োজন। তাই নাম- ভালোবাসার বসন্ত। সাদি মহম্মদ জানান, এবারের আয়োজন একটু অন্যভাবে সাজানো। এতে দ্বৈত, একক ও সম্মিলন গানের পাশাপাশি বসন্ত নিয়ে রাগের একটি বন্দিস থাকছে। এটি গাইবেন তাপস দত্ত। পাশাপাশি ইকবাল বাহার চৌধুরীর দুটি গানের সঙ্গে গাইবেন সাদি মহম্মদ নিজে। এ ছাড়া এতে নৃত্য পরিবেশন করবেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
×