ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ‘প্রাণসখা’ কনসার্ট

প্রকাশিত: ১৯:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগে ‘প্রাণসখা’ কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালোবাসা দিবসে ‘প্রাণসখা ঢাকা’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজধানীর শাহবাগ চত্বরে সকাল ১০টায় শুরু হয়ে এ কনসার্ট চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এই কনসার্টে গাইবেন নগরবাউল-খ্যাত জেমস, রেজওয়ানা চৌধুরী বন্যা, জলের গান, শিরোনামহীনসহ বেশ কয়েকটি ব্যান্ডের শিল্পীরা। এ উদ্যোগে সহযোগিতা করছে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। অনুষ্ঠানের কিছু অংশ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এতে থাকছে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন, নাচ, কবিতা আবৃত্তি, গান। এদিন বিকেল ৪টায় মঞ্চে গাইবেন জেমস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ‘প্রাণসখা ঢাকা’কে সর্বজনীন উৎসবে পরিণত করতে ১৪ ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে প্রত্যেক ঢাকাবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
×