ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় শিশু তাসিন হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে পদযাত্রা সমাবেশ

প্রকাশিত: ২০:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

কলাপাড়ায় শিশু তাসিন হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে পদযাত্রা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ শিশু শিক্ষার্থী গাজী মহিয়ান তাসিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে এ্যালফাবেট কিন্ডারগার্টেনের শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী কলাপাড়া পৌরশহরে পদযাত্রা করেছে। পদযাত্রা শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নিহতের বাবা গাজী মজিবুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ-সুজা উদ্দিন, অভিভাবক প্রভাষক রফিকুল ইসলাম, মাহববুবুল আলম খোকন, আতিকুর রহমান ফোরকান, পরিচালক মোস্তফা জামান সুজন প্রমুখ। এসময় কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ তার বক্তব্যে এ হত্যায় জড়িতদের দ্রুত শণাক্তপূর্বক গ্রেফতারের আশ^াস দেন। উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় রহমতপুর মহল্লার বাসা থেকে তাসিন নিখোঁজ হয়। রাত সাড়ে দশটায় একটি পুকুরপাড়ে তাসিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পুলিশের ধারনা শ^াসরোধ করে তাসিনকে হত্যা করা হয়েছে। তাসিন এ্যলফাবেট কিন্ডারগার্টেন এর প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল। তাকে হত্যার ঘটনায় শিশুদের অভিভাবকরা শঙ্কিত হয়ে আছেন।
×