ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধোনিদের এ বার ঘুম ভাঙবে, আশায় গাওস্কর

প্রকাশিত: ২০:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ধোনিদের এ বার ঘুম ভাঙবে, আশায় গাওস্কর

অনলাইন ডেস্ক॥ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর ঘুম ভাঙা উচিত ভারতের, বলছেন সুনীল গাওস্কর। তাঁর মতে, শ্রীলঙ্কার তিন পেসারকে আরও সমীহ করা উচিত ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। গাওস্করের মতে, শ্রীলঙ্কার এই অচেনা বোলিং আক্রমণকে আরও সাবধানে খেলা উচিত ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। এক সর্বভারতীয় টিভি চ্যানেলে গাওস্কর বলেন, ‘‘শ্রীলঙ্কার এই নতুন বোলিং আক্রমণকে ভিডিওয় দেখলেও সামনে থেকে কখনও খেলেনি আমাদের ব্যাটসম্যানরা। সেই জন্যই কাজটা কঠিন হয়ে ওঠে।’’ শ্রীলঙ্কার এই বোলারদের নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেন, ‘‘ছেলেগুলো ভাল বোলিং করেছে। সমানে গুড লেংথে বল করে গিয়েছে। বল ‘মুভ’ করিয়েছে। প্রথম ওভারেই দুটো উইকেট হারানোর পর আরও সাবধান হয়ে ব্যাট করতে নামা উচিত ছিল পরের ব্যাটসম্যানদের। পরের দুটো ম্যাচে সে ভাবেই তৈরি হয়ে নামতে হবে ভারতকে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×