ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৫শ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ২৩:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে ৫শ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পাঁচ কার্যদিবসে ৩শ টাকার ঘরে লেনদেনের পর বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৬৬ লাখ টাকা। বুধবারের তুলনায় ১৪৩ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। লেনদেন বাড়ার এ হার ৩৯.৫২ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ২ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বশেষ ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি টাকা। পরদিনই লেনদেন নেমে যায় ৪০০ কোটি টাকা ঘরে। এরপর টানা পাঁচ কার্যদিবসেই ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এদিকে লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের সামান্য বৃদ্ধিতে শেষ হয়েছে দিনের লেনদেন। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও বুধবারের তুলনায় ৭.৯২ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইর সার্বিক সূচক (ডিএসইএক্স) দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮১.৩৪ পয়েন্টে। বৃহস্পতিবার বৃদ্ধির ফলে টানা তিন কার্যদিবসে মূল্য সূচকের উত্থান শেষ হয়েছে দিনের লেনদেন। লেনদেনে অংশ নেয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড। দিনশেষে কোম্পানিটির ৫৬ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা। ১৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বিএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেল। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.১১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৯০.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
×