ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের জন্য একই আদর্শমান থাকা জরুরী

প্রকাশিত: ০৪:০১, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের জন্য একই আদর্শমান থাকা জরুরী

ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সেমিনারের মাধ্যমে মানবিক কর্মকা-ের আদর্শমান সংক্রান্ত মূল ইংরেজী বইয়ের বাংলা অনুবাদ আনুষ্ঠানিকভাবে প্রাকাশিত হয়েছে। ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘মানবিক কর্মকা-ে জবাবদিহিতা ও গুণগত ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারে জানানো হয়, মানবিক এবং উন্নয়ন কর্মকা-ে কমিউনিটির কাছে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি সবার আগে আসা উচিত। এই প্রথম প্রায় সকল আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান একই ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ হয়েছে। দুর্যোগের জন্য সরকারের বরাদ্দ বাড়ছে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেমিনারে আরও বলা হয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একই ধরনের আদর্শমান থাকাটা খুবই উত্তম এবং সময়োপযোগী একটি উদ্যোগ। -অর্থনৈতিক রিপোর্টার শ্রীলঙ্কার বন্দর ব্যবহারের আহ্বান বাংলাদেশী ব্যবসায়ীদের শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিম বাংলাদেশের শ্রীলঙ্কান দূতাবাসের রাষ্ট্রদূত মিস. ইয়াসোজা গানাসেকেরার আমন্ত্রণে তার গুলশানের কার্যালয়ে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন এবং এসসিবি’র ক্রেস্ট ও এসসিবি কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা প্রদান করেন। সাক্ষাতকালে তারা উভয় দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন, শ্রীলঙ্কার সমুদ্রবন্দর ও পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। এসসিবির চেয়ারম্যান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আমদানি-রফতানির পরিসংখ্যান ও পণ্যের তালিকা তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ প্রায় ৩৯.৮৪ মিলিয়ন ডলার।-বিজ্ঞপ্তি
×