ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শূটিং, সাঁতার, উশুতে তামা বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬

শূটিং, সাঁতার, উশুতে তামা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসের গত আসরে শূটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এবার সুরাইয়া আক্তার, জুঁই আক্তার ও উম্মে সুলতান জাকিয়াকে নিয়ে গড়া মহিলা শূটিং দল ১২১৫.৭ পয়েন্ট নিয়ে তাম্রপদক জিতেছে। স্বর্ণজয়ী ভারতের পয়েন্ট ১২৪৮.৫ ও রৌপ্যজয়ী শ্রীলঙ্কার পয়েন্ট ১২১৮.৪। এ ডিসিপ্লিনের ব্যক্তিগত ইভেন্টে সুরাইয়া পঞ্চম, জাকিয়া ষষ্ঠ ও জুঁই একাদশ স্থান অর্জন করেন। দক্ষিণ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে সাঁতারে ৪ তাম্রপদক লাভ করেছে বাংলাদেশ। গুয়াহাটির ড. জাকির হোসেন এ্যাকুয়াটিম কমপ্লেক্সে বুধবার নাইমা আক্তার, মাহফুজা আক্তার শিলা, সোনিয়া আক্তার ও নাজমা খাতুনকে নিয়ে গড়া বাংলাদেশ দল মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে ৪ মিনিট ৫০.৩৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। এই ইভেন্টে স্বাগতিক ভারত (৪ মিনিট ৩০.৯১ সেকেন্ড) সোনা ও পাকিস্তান (৪ মিনিট ৪৮.০১ সেকেন্ড) রুপা জেতে। ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলের পুরুষ বিভাগেও তামা পায় বাংলাদেশ। ৪ মিনিট ০১.০৩ সেকেন্ডে সাঁতার শেষ করা বাংলাদেশ দলে ছিলেন জুয়েল আহমেদ, কামাল হোসেন, মাহামুদ্দিন নবি ও মাহফিজুর রহমান সাগর। ভারত ও শ্রীলঙ্কা এই ইভেন্টে যথাক্রমে সোনা ও রুপা জেতে। ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে তাম্রপপদক জেতেন মাহফিজুর। ৫২.৩৪ সেকেন্ডে সময় নেন তিনি। শ্রীলঙ্কার ম্যাথু আবেয়েসিংহে (৫১.২৩ সেকেন্ড) ও সেরান্থা ডি সিলভা (৫২.১১ সেকেন্ড) এই ইভেন্টে যথাক্রমে সোনা ও রুপা জেতেন। পুরুষ ব্যক্তিগত ২০০ মিটার মিডলেতে তৃতীয় হন বাংলাদেশের জুয়েল রানা (২ মিনিট ১৫.০৫ সেকেন্ড)। শ্রীলঙ্কার আবেয়েসিংহে (২ মিনিট ০৯.৬৩ সেকেন্ড) সোনা ও ভারতের সানু দেবনাথ (২ মিনিট ১১.৬৫ সেকেন্ড) এই ইভেন্টের রুপাজয়ী। ষষ্ঠ দিন উশু থেকে ৫ তামা জেতে বাংলাদেশ। একই দিনে গুয়াহাটির ইন্দিরা গান্ধী এ্যাথলেটিক্স স্টেডিয়ামে ৪৭.৪৪ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে তাম্রপদক জেতে বাংলাদেশ। এই ইভেন্টে শ্রীলঙ্কা সোনা ও ভারত রুপা জেতে। পুুরুষ কাবাডিতে হার ॥ এসএ গেমসে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুরুষ ও মহিলাদের কাবাডি ইভেন্টের খেলা। প্রথম দিনেই কোর্টে নামে বাংলাদেশের পুরুষ দল। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। খেলায় বাংলাদেশ দল ২৪-১৬ পয়েন্টে হারে শ্রীলঙ্কার কাছে। গুয়াহাটির দিচপুরে অবস্থিত আরজি বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ দল শুরুটা ভাল করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়ে। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে বাংলাদেশ ১৭-৯ পয়েন্টে। বিরতির পর দুই দলের মধ্যে তুমুল লড়াই হয়। উভয়দল সংগ্রহ করে ৭ পয়েন্ট করে। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত দুটি লোনাসহ হারায় বাংলাদেশ দলকে। শুক্রবার বাংলাদেশ দল তাদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে আফগানিস্তানের।
×