ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হনুমন্থাপ্পা

প্রকাশিত: ০৬:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন হনুমন্থাপ্পা

কাশ্মীরের সিয়াচেনে তুষার ধসের পর আট ফুট বরফের নিচে ছয়দিন ধরে লড়াই করে বেঁচে থাকা ভারতীয় সৈনিক হনুমন্থাপ্পা কোপ্পড় অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। দিল্লীর সেনা হাসপাতালে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান। নিউমোনিয়া আর হাইপোথার্মিয়ায় আক্রান্ত এই ল্যান্স নায়েককে সোমবার উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায় লিখেছেন, হনুমন্থাপ্পার মৃত্যুতে আমরা বিধ্বস্ত। ৩ ফেব্রুয়ারি সিয়াচেন হিমবাহে ভয়াবহ তুষারধসে চাপা পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি ছাউনি। কর্তব্যরত ১০ সেনাকর্মীই চাপা পড়েন বরফের নিচে। উদ্ধারকাজ শুরু হলেও প্রথম কয়েকদিন কারও খোঁজ মেলেনি। সেনাবাহিনী সকলেরই মৃত্যুর ঘোষণা দিয়েছিল। -বিবিসি
×