ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে সরকারী ভবনে গুলি, নিহত ৬

প্রকাশিত: ০৮:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সৌদি আরবে সরকারী ভবনে গুলি, নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এক সরকারী ভবনে বৃহস্পতিবার অতর্কিত বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে ‘অপরাধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘এটি একটি অপরাধমূলক হামলা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’ হামলাকারীদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থল ছিল ইয়েমেন সীমান্তে থেকে কয়েক কিলোমিটার দূরে এক প্রত্যন্ত এলাকায়। আদদাইর জনগোষ্ঠী বাস করে সেখানে। গত মার্চে সৌদি সরকার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে সীমান্তের কাছাকাছি এলাকায় সময় সময় বোমা হামলায় হলেও অপরাধী চক্রের হাতে একবারে একাধিক হত্যাকা- দেশটিতে প্রায় নজীরবিহীন একটি ঘটনা।
×