ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৯.৫২ শতাংশ

প্রকাশিত: ০৮:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৯.৫২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক সপ্তাহ ধরে তিন’শ কোটি টাকার ঘরে লেনদেনের পর বৃহস্পতিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৬৬ লাখ টাকা। বুধবারের তুলনায় ১৪৩ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৯.৫২ শতাংশ। একইসঙ্গে আগের দিনের মতোই উভয় বাজারেই সূচক বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ২ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বশেষ ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি টাকা। পরদিনই লেনদেন নেমে যায় ৪০০ কোটি টাকা ঘরে। এরপর টানা পাঁচ কার্যদিবসেই ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। এদিকে লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের সামান্য বৃদ্ধিতে শেষ হয়েছে দিনের লেনদেন। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও বুধবারের তুলনায় ৭.৯২ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইর সার্বিক সূচক (ডিএসইএক্স) দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮১.৩৪ পয়েন্টে। বৃহস্পতিবার বৃদ্ধির ফলে টানা তিন কার্যদিবসে মূল্য সূচকের উত্থান শেষ হয়েছে দিনের লেনদেন। লেনদেনে অংশ নেয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, খাতভিত্তিক লেনদেনের দরবৃদ্ধির শীর্ষে ছিল সিমেন্ট খাতটি। সার্বিকভাবে খাতটির দর বেড়েছে ২.৬০ শতাংশ। তবে খাতটির হাইডেলবার্গ সিমেন্টটির দর বেড়েছে বেশি। এছাড়া প্রকৌশল খাতের দর বেড়েছে ১.৫০ শতাংশ। তবে আর্থিক প্রতিবেদনে ইতিবাচক প্রবণতা ফিরে আসায় বিএসআরএম লিমিটেডের দর বেড়েছে ২৫ দশমিক ৭০ ভাগ এবং একইসঙ্গে বিএসআরএম স্টিলের দর বেড়েছে ৮.১০ শতাংশ। শুধু তাই নয়, একই শিল্পগোষ্ঠীর কোম্পানি দুটিই সার্বিক লেনদেনের ১৬ দশমিক ৭০ শতাংশ দখল করেছে। তবে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় এইমস মিউচুয়াল ফান্ড, ৪র্থ আইসিবি ও গ্রামীণ-১ ৮ শতাংশের বেশি দর বেড়েছে। তবে টেলিযোগাযোগ খাতের দর কমেছে দশমিক ৯০ শতাংশ। দিনটিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড। দিনশেষে কোম্পানিটির ৫৬ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা। ১৬ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- বিএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কাশেম ড্রাইসেল। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.১১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৯০.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, আইটিসি, ইউনাইটেড এয়ার ও ফু-ওয়াং সিরামিক।
×