ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘরোয়া টি-টোয়েন্টিতে মাসাকাদজার ব্যাটে ১৬২ রান

প্রকাশিত: ১৯:০৬, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ঘরোয়া টি-টোয়েন্টিতে  মাসাকাদজার ব্যাটে ১৬২ রান

অনলাইন ডেস্ক॥ তার মুখে ভাল করে চোখ রাখলেই ঠাওর করা যায় বয়স হয়েছে। কিন্তু ব্যাটিং দেখলে মনে হবে এ বুঝি ২৫ এর তরুণ! এই বয়সে হ্যামিল্টন মাসাকাদজা ব্যাটে আগুন ঝরাচ্ছেন। গতকাল জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টিতে অপরাজিত ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টি ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল ১৭ ছক্কায় ৬৬ বলে করেছিলেন ১৭৫। মাসাকাদজা ইদানীং ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। তার দল বাজে সময়ের ভেতর দিয়ে গেলেও, মাসাকাদজা এতটুকু ব্যর্থ নন। বাংলাদেশে এসেও দারুণ খেলে গেছেন তিনি। বৃহস্পতিবার মাউন্টেইনিয়ার্সের হয়ে মাশোনাল্যান্ড ঈগলসের বিপক্ষে ওপেন করতে নেমে ১৪ টি চার ও ১১ ছক্কায় ৭১ বলে ১৬২ করেন তিনি! টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কোনো বাটসম্যানের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সারা বিশ্বে দ্বিতীয়। মঙ্গলবারের ম্যাচে মাসাকাদজার খুনে ইনিংসে ২০ ওভারে ২৪২ রান তুলেছিল মাউন্টেইনিয়ার্স। হ্যামিল্টনের ছোট দুই ভাই, শিঙ্গিরাই মাসাকাদজা (২/১৮) ও ওয়েলিংটন মাসাকাদজার (২/২১) বোলিংয়ে তারা ম্যাচ জিতে নেয় ১২৫ রানের বিশাল ব্যবধানে। টুর্নামেন্টে আগেও দুই ম্যাচে ৮৮ ও ৮৩ রানের ইনিংস খেলেছেন জিম্বাবুয়ের নতুন অধিনায়ক।
×