ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বসন্ত উৎসব শনিবার

প্রকাশিত: ১৯:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় বসন্ত উৎসব শনিবার

অনলাইন ডেস্ক॥ পয়লা ফাল্গুন বসন্তের প্রথম দিন। এ উপলক্ষে শনিবার ‘বসন্ত উৎসব ১৪২২’ আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে শনিবার বিকেল সাড়ে ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল এনটিভি। অনুষ্ঠানে থাকছে কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, শিশু-কিশোরদের পরিবেশনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পরিবেশনা, দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত, দলীয় ও একক আবৃত্তি, বাউল সংগীত এবং দেশের অগ্রগণ্য দলসমূহ ও দেশবরেণ্য একক শিল্পীদের পরিবেশনা। দীর্ঘ একুশ বছর ধরে চারুকলার বকুলতলা এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে পালিত হয়ে আসছে জাতীয় বসন্ত উৎসব। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সী মানুষ অংশ নিয়ে বসন্তকে বরণ করে নেন।
×