ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আইএস: সিআইএ

প্রকাশিত: ২০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০১৬

রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আইএস: সিআইএ

অনলাইন ডেস্ক॥ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র প্রধান জন ব্রেনান বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এর পাশাপাশি তারা সীমিত পরিসরে ক্লোরিন ও মাস্টার্ড গ্যাস তৈরি করতে সক্ষম। তিনি বলেছেন, “যুদ্ধক্ষেত্রে আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে -এমন বেশকিছু উদহারণ আমাদের কাছে আছে।” সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে জন ব্রেনান এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার তার ওই সাক্ষাৎকার সম্প্রচার হয়। সিআইএ মহাপরিচালকের বরাত দিয়ে সিবিএস বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস অস্ত্র হিসেবে মাস্টার্ড কিংবা ক্লোরিন গ্যাস তৈরি করতেও সক্ষম। জন ব্রেনান সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী এ গোষ্ঠী অর্থ আয়ের আশায় এ ভয়াবহ গ্যাস পশ্চিমা দেশগুলোতেও রপ্তানি করতে পারে। সে কারণে সন্ত্রাসীরা পরিবহন ও চোরাচালানের জন্য যেসব রুট ব্যবহার করে তা বিচ্ছিন্ন করা খুবই জরুরি। এর আগে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার কংগ্রেস কমিটির শুনানিতেও একই ধরনের কথা বলেছেন। ক্ল্যাপার বলেছিলেন, ইরাক ও সিরিয়ায় সবসময় আইএস সন্ত্রাসীরা বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার করে আসছে।
×