ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘মোদি সরকারের আমলে ভারতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে’

প্রকাশিত: ২০:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৬

‘মোদি সরকারের আমলে ভারতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে’

অনলাইন ডেস্ক॥ ভারতে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের আমলে দেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া (ডব্লিউপিআই)। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাসের কাছে একটি হোটেলে ওয়েলফেয়ার পার্টি আয়োজিত বুদ্ধিজীবীদের এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করা হয়। বৈঠক শেষে দলটির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান জানান, ‘বৈঠকে কোলকাতার প্রায় ৫০ জন বিশিষ্ট বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন। দলটির কেন্দ্রীয় সম্পাদক সাফি মাদনী কেন্দ্রীয় মোদী সরকারকে একনায়কতন্ত্রের সরকার বলে অভিহিত করেন।’ আইনজীবী আফজাল হোসেন বলেন, ‘মোদি সরকারের আমলে দেশে ফ্যাসিবাদের উথান হয়েছে। এমন সরকার ভারতের মানুষ আগে কোনো দিন দেখেনি।’ ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, ‘এই সরকার ৩১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন হয়ে এসে একের পর এক জনবিরোধী কাজ করে যাচ্ছে।’ এদিন বুদ্ধিজীবীরা দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামীতে দেশে সুবিচার ও সাম্য প্রতিষ্ঠার দাবীতে ওয়েলফেয়ার পার্টি কাজ করবে বলেও দলটির নেতাদের দাবি। গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন আইনজীবী, অধ্যাপক, শিক্ষক, মানবাধিকার ও সমাজসেবী। মিল্লি ইত্তেহাদ পরিষদের কর্মকর্তা আব্দুল আযীয, অধ্যাপক মুহাম্মদ সোলাইমান, সেন্ট মাইকেল স্কুলের প্রিন্সিপাল মুহাম্মদ সেলিম, কোলকাতা হাইকোর্টের আইনজীবী মুহাম্মদ রাসেল, সমাজসেবী নাজির আহমেদসহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি। বৈঠকটি পরিচালনা করেন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নাইমুদ্দিন শেখ।
×