ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য শিগগিরই উদ্ঘাটন হবে : স্বরাষ্টমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য শিগগিরই উদ্ঘাটন হবে : স্বরাষ্টমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশাবাদ ব্যক্ত করেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য শিগগিরই উদ্ঘাটন হবে । তিনি আজ শুক্রবার রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ঢাকাস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সাথে কথাবার্তাকালে এ কথা বলেন। ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস ও মোহাম্মদ গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা ‘মামলার বাদীর অভিযোগ সঠিক নয়। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করছেন র‌্যাবের একজন সিনিয়র কর্মকর্তা। তদন্তের স্বার্থে র‌্যাব এ ব্যাপারে বাদীপক্ষকে কিছুই জানায়নি। র‌্যাব প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।’ উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি খুন হন। স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে চাঁপাই নবাবগঞ্জবাসীর অনবদ্য অবদানের কথা উল্লেখ করেন।তিনি চাঁপাইয়ের বিশ্ববিখ্যাত সুস্বাধু মিষ্টি আম ও রেশম শিল্পেরও প্রশংসা করেন।
×