ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় যাত্রা বিরতি করবেন মাহমুদ আব্বাস

প্রকাশিত: ২২:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকায় যাত্রা বিরতি করবেন মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক ॥ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার এশিয়া সফরের মধ্যে শনিবার রাতে ঘণ্টাখানেকের জন্য ঢাকায় যাত্রাবিরতি করবেন। ঢাকার ফিলিস্তিন দূতাবাস জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টায় (রবিবার প্রথম প্রহর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মাহমুদ আব্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কারণেই প্রেসিডেন্ট আব্বাস ঢাকায় তার প্রথম যাত্রাবিরতি করছেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকায় আরব দেশগুলোর রাষ্ট্রদূতরাও বিমানবন্দরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বৈঠক হবে। জর্ডান থেকে টোকিও যাওয়ার পথে ঢাকায় থেমে জ্বালানি নেবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বিমান। মাঝের সময়টা তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জেই কাটাবেন।
×