ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর যাচ্ছেন বিমানবাহিনী প্রধান

প্রকাশিত: ০০:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৬

সিঙ্গাপুর যাচ্ছেন বিমানবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক ॥ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘পঞ্চম সিঙ্গাপুর এয়ার শো-২০১৬’-এ অংশগ্রহণের জন্য সাত দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন। শনিবার সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। তার সঙ্গে দু’জন সফরসঙ্গীও থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘এয়ার শো’তে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমানবাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। বিমানবাহিনী প্রধান সিঙ্গাপুর সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
×