ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তে সামরিক বাহিনীর পোষাক পড়ে এরা কারা

প্রকাশিত: ০০:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তে  সামরিক বাহিনীর  পোষাক পড়ে এরা কারা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট ও দূর্গাপুর সীমান্তে সামরিকবাহিনীর পোষাক পড়ে এরা কারা উগ্রমৌলবাদী মতবাদে বিশ্বাসী জেহাদী বই বিক্রি করছে। সেই সাথে অত্যন্ত দরিদ্রজনগোষ্ঠি ও মাদক ব্যবসায়ী চোরকারবারীদের নলকূপ, টয়লেট ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। ৬২টি পরিবারকে ঘরবাড়ি ও কয়েকটি মসজিদ নির্মানে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় এক সুবিধাবাদী সরকারি দলের ছত্র ছায়া এসব অপকর্ম চলছে। তাকে নেতা হিসাবে সকলেই সমীহ করে। সে এই উগ্রমৌলবাদী চক্রকে সকল ধরনের সহায়তা করে রাখছে। জেলার সদর হতে প্রায় ১৫ কিলোমিটার অদুরে মোগলহাট সীমান্ত ২৫ কিলোমিটার দূরে দূর্গাপুর সীমান্ত। এই দুই ৯২৭ নং মেইন পিলার ও ৯২৭ এর সাব পিলার ৪ এর পাশ দিয়ে হর হামেশায় বাংলাদেশে ভারত যাতায়াত করা যায়। দুই সীমান্তে অস্ত্র, গরু, মাদক, নারী পাচারসহ নানা ধরনের কয়েকশত কোটি টাকার ব্যবসা মাসে পরিচালিত হয়। এই ব্যবসা বর্তমানে শাসক দলের নেতা ফারুক নেতা নিয়ন্ত্রন করছে। তার কথাই এখানে আইন। তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী । তাকে সকলেই সমীহ করে চলে। সপ্তাহ খানেক আগে। তার এক স্বজনের ডিশ এন্টিনার ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে প্রকাশ্য আগ্নোস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।
×