ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাগের ন্যাশনাল মিউজিয়ামে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০২:০২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

প্রাগের ন্যাশনাল মিউজিয়ামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক ॥ প্রাগের কেন্দ্রীয় ওয়েনসেসলাস স্কোয়ারে অবস্থিত চেক ন্যাশনাল মিউজিয়ামে শুক্রবার ভোরে একটি বড় ধরনের অগ্নিকান্ড ঘটেছে। আগুনে মিউজিয়ামের ছাদ পুড়ে গেছে । দমকল কর্মীরা একথা জানিয়েছেন। প্রাগের দমকল বাহিনীর নারী মুখপাত্র প্যাভলিনা অ্যাদামকোভা বলেন, ‘ছাদ ও চিলেকোঠার প্রায় ২০০ বর্গমিটার (২১৫০বর্গফুট) এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ে।’ তিনি আরো বলেন, এতে জাদুঘরের সংগ্রহের কোন ক্ষতি হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। এই ঘটনায় ধোঁয়ার কারণে এক নিরাপত্তা রক্ষীর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাদামকোভা বলেন, ‘গ্রিনিচ মান সময় ০০৩২টায় অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। দুই ঘন্টা চেষ্টা চালানোর পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’ অগ্নিকান্ডের কারণে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চালানো হচ্ছে। জরাজীর্ণ ভবনটি ১৮৮৫ সাল থেকে ১৮৯১ সালে পর্যন্ত সময়ে নির্মিত হয়। প্রাগের বিভিন্ন পোস্টকার্ডে এই ভবনের ছবি থাকে।
×