ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফাইনালে ওঠার সুযোগ আজ

প্রকাশিত: ০৫:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ফাইনালে ওঠার সুযোগ আজ

রুমেল খান ॥ বিষয়টা কাকতালীয়ই বটে। এসএ গেমসে শনিবার ফুটবল ইভেন্টে বাংলাদেশ পুরুষ ও মহিলা ফুটবল দল খেলতে নামবে। উভয় দলেরই সামনে হাতছানি দিচ্ছে ফাইনাল খেলার সুযোগ। মজার বিষয় হচ্ছেÑ পুরুষ ও নারী ফুটবলে দুই দলেরই প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক ভারত! এসএ গেমসের গত আসরের শিরোপা ধরে রাখার মিশনে আজ বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল দ্বিতীয় সেমিফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে ভারতের। গুয়াহাটির সারুসাজাইয়ের ইন্দিরা গান্ধী এ্যাথলেটিক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলতে নামবে ‘বেঙ্গল টাইগার্স’ দল। আর শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেল সাড়ে ৪টায় নিজেদের চতুর্থ লীগ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল হেড টু হেড লড়াইয়ের উভয় ক্ষেত্রেই পিছিয়ে আছে ভারতের চেয়ে। গত এসএ গেমসে (পুরুষ) ফুটবলে বাংলাদেশ ভারতকে ১-০ গোলে হারিয়েছিল। মজার বিষয়, এই ম্যাচটিও ছিল সেমিফাইনালের! ভারত অলিম্পিক দলের সঙ্গে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে তারা। বাংলাদেশে জিতেছে মাত্র ১ ম্যাচে। ভারত জিতেছে ২ ম্যাচে। বাকি ২ ম্যাচ ড্র হয়। আর নারী ফুটবলে গত এসএ গেমসে ভারতের কাছে ০-৭ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। এ পর্যন্ত মুখোমুখি ৪ ম্যাচের প্রতিটিতেই জিতেছে ভারত। তারা গোল করেছে ২১। বাংলাদেশ করেছে মাত্র ১ গোল! এবারের এসএ গেমস মহিলা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে অপ্রত্যাশিত হারে (০-৩) বাংলাদেশ জাতীয় মহিলা দল পড়ে যায় চাপে। সেই চাপ কিছুটা হলেও সামাল দেয়া গেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে (২-১)। তৃতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে (২-০) তাম্রপদক জেতা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। আফগানিস্তান না থাকাতে এবারের টুর্নামেন্টের ফরমেটেও এসেছে পরিবর্তন। এবার খেলা হচ্ছে লীগ পদ্ধতিতে (মোট দল ৫টি)। সিঙ্গেল লীগ হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আজকের ম্যাচে বাংলাদেশ নারী দল যদি জিতে যায় বা কমপক্ষে ড্র করে, তাহলে তারা নিশ্চিতভাবেই নাম লেখাতে পারবে ফাইনালে। এতে করে কমপক্ষে রৌপ্যপদক পাওয়া নিশ্চিত হবে তাদের। ফলে টপকে যেতে পারবে ২০১০ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসে তাম্রপদক জেতার কীর্তিকে। বাংলাদেশ দলের সমস্যা একটাইÑ গোলরক্ষক সাবিনার মেরুদ-ের চোট। এ নিয়ে কিছুটা চিন্তিত সাবিনা, ‘মনে হচ্ছে সাবিনা ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না।’ সেক্ষেত্রে তার স্থলে কে খেলবেন? ‘সম্ভবত দ্বিতীয় গোলরক্ষক রওশন আরা।’ জানান সাবিনা। আজকের ম্যাচে বাংলাদেশের মেয়েরা যদি ড্র করে, তাহলে এই প্রথম ভারতের বিপক্ষে না হারার কৃতিত্ব দেখাতে পারবে তারা। আর জিতলে তো তাদের প্রথমবারের মতো হারানোর কৃতিত্ব দেখাবে। সেই সঙ্গে আগের চার ম্যাচ হারার বদলাটাও নেয়া হয়ে যাবে। এবারের আসরে বাংলাদেশ পুরুষ ফুটবল দল তাদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ২-১ গোলে। এতে তারা অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন (২ খেলায় ৪ পয়েন্ট, ‘বি’ গ্রুপ) হয়ে শেষ চারে নাম লেখায়। মাত্র দু’দিনের ব্যবধানে গ্রুপের দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। একদিন বিরতি দিয়েই নামতে হচ্ছে সেমিফাইনালে। তাই কিছুটা ক্লান্তি রয়েছে ফুটবলারদের মধ্যে। তবে একদিনের বিরতিতে যতটা সম্ভব সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করেছে বাংলাদেশ দল। দলের সবাই ফিট আছে। কোন ইনজুরি সমস্যাও নেই। সেমিফাইনালের জন্য সবাই প্রস্তুত বলে জানান বাংলাদেশ দলের কোচ গঞ্জালো। চলমান এসএ গেমসে পুরুষদের শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। এছাড়া একই ইভেন্টে ব্যক্তিগত রৌপ্যপদক লাভ করেছেন বাংলাদেশের শূটার শোভন চৌধুরী। কাবাডি ডিসিপ্লিনে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখছে বাংলাদেশ মহিলা দল। নেহেরু স্টেডিয়ামে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬৯-২৩ পয়েন্টে হারায় পাকিস্তানকে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। সেমিতে উঠলে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
×