ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় জিকায় তিনজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৬৬

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ভেনিজুয়েলায় জিকায় তিনজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৬৬

ভেনিজুয়েলায় জিকা সংক্রান্ত জটিলতায় তিন জন মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার এ কথা বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে অন্তত ৬৬ ব্যক্তি বিপজ্জনক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংস্থা সিডিসি বলেছে, বুধবার নতুন করে পাঁচ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডেলাওয়্যার, ইন্ডিয়ানা, ওহিও, পেনসিলভানিয়া এবং টেনেসি অঙ্গরাজ্যে এই পাঁচ ব্যক্তি আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৯ অঙ্গরাজ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেল। এ ভাইরাসে আক্রান্ত নারীর গর্ভস্থ সন্তান অপরিপক্ক মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। এডিস মশার একটি প্রজাতির কামড়ে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে বলে এতদিন ধারণা করা হচ্ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে অন্তত একটি ক্ষেত্রে এ রোগ যৌন মিলনের মাধ্যমে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। এ কারণে এখন বিজ্ঞানীরা একথা ভাবতে শুরু করেছেন যে, হয়ত যৌন মিলনের মাধ্যমেই এ রোগটি ছড়াচ্ছে। এদিকে ভেনিজুয়েলায় মশাবাহিত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। এক বক্তৃতায় মাদুরো বলেন, দক্ষিণ আমেরিকার দেশটিতে ৩১৯ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দেশের বিভিন্ন স্থানে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। ৬৪ রোগী জিকা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ চিকিৎসাধীন রয়েছেন।’ -এএফপি ও প্রেস টিভি
×