ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুলিতে সাংবাদিকের মৃত্যু গিনিতে বিরোধী দলের ১৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

গুলিতে সাংবাদিকের মৃত্যু গিনিতে বিরোধী  দলের ১৭ সদস্য  গ্রেফতার

গিনিতে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার দেশটির বিরোধীদলীয় ১৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের অফিসের বাইরে সংঘর্ষ চলাকালে ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। তাদের আইনজীবী এ কথা বলেছেন। খবর এএফপির। গিনি কর্তৃপক্ষ আলহাজ মোহাম্মদ দিয়ালোর হত্যাকা-ের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে। ফেব্রুয়ারি দেশটির বিরোধী রাজনৈতিক দল ইউনিয়ন অব ডেমোক্রেটিক ফোর্সেস অফ গিনি (ইউএফডিজি)’র সদর দফতরের বাইরে সংঘর্ষের সময় তিনি বুকে গুলিবিদ্ধ হন। ৩৩ বছর বয়সী এই সাংবাদিকের সম্মানে ও পশ্চিম আফ্রিকার দেশটিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরতে সাংবাদিকদের সংগঠনগুলো চলতি সপ্তাহে নজিরবিহীন ‘প্রেস ফ্রি ডে’ পালন করছে। ইউএফডিজি পার্টির আইনজীবী সালিফোউ বিয়েভোগিউই বলেন, রাজধানী কোনাক্রির একটি থানায় তার ১৭ জন মক্কেলকে আটক করে রাখা হয়েছে। এদের ‘তড়িঘড়ি করে’ গ্রেফতার করা হয়েছে বলে তিনি এই ঘটনার সমালোচনা করেন। তিনি আরও বলেন, ‘তাদের বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার থেকে তাদের বারবার ডেকে পাঠানো হয়েছে এবং থানায় আসা-যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১৬০০টায় তাদের গ্রেফতার করা হয়।’ গ্রেফতারকৃতদের সকলেই ইউএফডিজির সিভিল গার্ডের অংশ। এই বাহিনী দলের শৃঙ্খলা রক্ষা ও এর নেতা সাবেক প্রধানমন্ত্রী সেলু ড্যালিন ডিয়ালোর নিরাপত্তা নিশ্চিত করে। বিয়েভোগিউই বলেন, ‘তারা সকলেই ইউএফডিজির কর্মী। তবে তারা সশস্ত্র নন।’ ইউএফডিজির ভাইস প্রেসিডেন্ট অ্যামাদু বাহ উরির অপসারণকে কেন্দ্র করে প্রতিবাদ থেকে ওই সহিংসতার শুরু হয়।
×