ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বইমেলায় অরণ্য পাশার ‘আনন্দ আশ্রম’

প্রকাশিত: ০৫:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় অরণ্য পাশার ‘আনন্দ আশ্রম’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারে বইমেলায় এসেছে অরণ্য পাশার আত্মস্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম। দেশ পাবলিকেশন্স প্রকাশিত বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিল। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। কোথাও মনটাকে থিতু করতে পারিনি। এই সব দোলাচলের গল্প নিয়েই আনন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা নস্টালজিয়ায় ভুগবেন। লেখক প্রায় ৭ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার ও মডেল হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। জন্ম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আটুইল (বেড়াগ্রাম) গ্রামে। পিতা মজিবর রহমান ও মাতা আমেনা খাতুনের ৫ সন্তানের মধ্যে লেখক সবার ছোট। বর্তমানে তিনি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে কর্মরত।
×