ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসজিতে যাবেন নেইমার?

রিয়াল মাদ্রিদের বিলবাও পরীক্ষা

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

রিয়াল মাদ্রিদের বিলবাও পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভিয়ারিয়াল-মালাগা, ভ্যালেন্সিয়া-এস্পানিওল ও ডিপোর্টিভো লা করুনা-রিয়াল বেটিস। বর্তমানে লীগে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। ২৩ ম্যাচে তাদের ভা-ারে জমা ৫০ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। ৫১ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান দুইয়ে। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না রিয়াল। দলটি বরাবরই বড় দলগুলোর জন্য বিপজ্জনক। বর্তমানে তারা ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, বিলবাওকে সহজভাবে নেয়া ঠিক হবে না। আমরা ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। সবাই সিরিয়াস। আশা করছি জয় নিয়েই মাঠ ছাড়তে পারব। দল বদল ইস্যু কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। সম্প্রতি গুজব রটেছে নেইমারকে পেতে ১৪৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও বরাবরই বার্সিলোনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন ব্রাজিলিয়ান সেনসেশন। এবার নতুন করে গুজবের জন্ম দিয়েছে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। যদিও নেইমারকে দলে ভেড়াতে তাদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। তবে একটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারকে ন্যুক্যাম্প থেকে প্যারিসে ভাগিয়ে আনতে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত পিএসজি। জানা গেছে, দল নিয়ে দীর্ঘমেয়াদী উন্নতির দিকে দৃষ্টি রাখছে ফরাসী চ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লক্ষ্য, ক্লাবের সবচেয়ে বড় তারকা হিসেবে নেইমারকে দলে ভেড়ানো। বার্সায় নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। কিন্তু দলের ভবিষ্যত কা-ারির সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্নের পথে হাঁটছে কাতালানরা। তবে বেশ কয়েক মাস ধরেই নেইমার-বার্সার চুক্তি নবায়ন হবে হবে করেও হচ্ছে না! তার ওপর কর ফাঁকির মামলায় আইন-আদালতের ঝক্কি-ঝামেলা পোহাচ্ছেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। এ কারণেই অনেকে মনে করছেন, স্পেন ছাড়তে পারেন নেইমার।
×