ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘন কুয়াশায় ফেরি বন্ধ ॥ শিমুলিয়ায় ৪শ’ গাড়ি আটকা

প্রকাশিত: ০৮:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঘন কুয়াশায় ফেরি বন্ধ ॥ শিমুলিয়ায় ৪শ’ গাড়ি আটকা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সাভিস বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত সোয়া ১১ টা থেকে গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় শুক্রবার রাত সাড়ে ১২টায় জানান, শিমুলিয়া ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি টাপলু যানবাহন ভর্তি করে বসে আছে। কুয়াশার চাদর এত ঘন যে আশপাশে কিছুই দেখা যাচ্ছে না। সিগন্যাল, বয়াবাতি দেখা না যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে। এদিকে ৫টি ফেরি যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙ্গর করেছে। নাইট কোচও আটকা পড়েছে। এই রিপোর্ট লেখার সময় শিমুলিয়ায় প্রায় সোয়া চার শ’ যান পারাপারের অপেক্ষায় ছিল। ফরিদপুরের আটরশিতে ওরশ থাকায় যানবাহনের চাপ বেশি বলে জনাব রায় জানান।
×