ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে চুরি নবজাতক উদ্ধার গ্রেফতার ৪

প্রকাশিত: ০৮:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢামেক থেকে চুরি নবজাতক উদ্ধার গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চুরি হয়ে যাওয়া এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার অভিযানের সময় আটক করা হয় চারজনকে। তারা হলেন- সালমা বেগম, সাইফুল ইসলাম, আনোয়ারা ও বাবুকে। র‌্যাবের মিডিয়া উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম জনকণ্ঠকে জানান-দুদিন বয়সী এ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরির পর র‌্যাব তৎপর হয়। সোর্স মারফত র‌্যাব নিশ্চিত হয়-চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি চক্র শিশুটিকে বিক্রি বাবদ নগদ এক লাখ টাকা নিয়ে অপেক্ষায় রয়েছে। র‌্যাব শান্তিবাগের ১৩৭ চেয়ারম্যান বাড়ি এলাকার মাশাল্লাহ ম্যানশন থেকে আটক করে সালমা বেগম ও তার স্বামী সাইফুল ইসলামকে। তিনি জানান, সালমা বেগম এক সময় সাতমসজিদ এলাকায় সিটি নার্সিং হাসপাতালের রিসিপসনিস্ট হিসেবে কাজ করতেন। সেখান থেকেই তিনি শিশু চোরচক্রের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তার স্বামী সাইফুলও তাকে এ কাজে সহায়তা করেন। এ ছাড়া আনোয়ারা নামে এক মহিলাও ঢাকা মেডিক্যাল এলাকায় একটি চক্র গড়ে তোলেন। তাকে সহযোগিতা করতেন ঢাকা মেডিক্যালের সামনের এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা বাবু।
×