ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগ ৫২ কোটি টাক অতিরিক্ত আয়

প্রকাশিত: ১৯:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগ ৫২ কোটি টাক অতিরিক্ত আয়

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনের নিদের্শনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম ও পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের প্রচেষ্টায় চলতি অর্থ বছরে রেলওয়ে পাকশী বিভাগ যাত্রী পরিবহনসহ বিভিন্ন খাতে প্রায় ৫২ কোটি টাকা অতিরিক্ত আয় করে বিগত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে। রেলওয়ে পাকশী বিভাগের দায়িত্বশীল সূত্রে এসব জানা গেছে। সূত্র মতে, চলতি অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের আয় অতিতের রের্কড ভঙ্গ করে আয় বৃদ্ধি করেছে। ইতোপূর্বে পাকশী বিভাগের লোকসান ছিলো কিন্তু এবার সেই লোকসান কাটিয়ে চলতি অর্থ বছরে যাত্রী, পার্সেল ও মালামাল বহন করে ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। ২০১৩-১৪ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৩৬ কোটি ৬৪ লাক টাকা, পার্সেল বহনে ৬ কোটি ৭৬ লাখ টাকা, মালামাল বহনে ৪৪ কোটি ১৭ লাখ টাকা ও বিবিধ খাতে ৩ কোটি ৯২ লাখ টাকাসহ মোট ১’শ ৯১ কোটি ৪৯ লাখ টাকা আয় হয়েছিলো। বিগত ২০১৪-১৫ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৫০ কোটি ৭ লাখ টাকা, পার্সেল বহনে ৫ কোটি ৩৭ লাখ টাকা, মালামাল বহনে ৬৪ কোটি ১লাখ টাকা ও বিবিধ ২৩ কোটি ৪৩ লাখ টাকাসহ ২’শ ৪২ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে। যা বিগত অর্থ বছরের তুলনায় ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। এ আয় গত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে।
×