ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একুশে বইমেলায় সাংবাদিক তৌহিদুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

 একুশে বইমেলায় সাংবাদিক তৌহিদুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে বইমেলায় সাংবাদিক-লেখক তৌহিদুর রহমানের মুক্তিযুদ্ধের উপন্যাস ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’ প্রকাশিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক বীরঙ্গনা নারীর জীবন সংগ্রামের সত্য ঘটনা নিয়ে তিনি এই উপন্যাসটি লিখেছেন। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ (স্টল ৫০১, ৫০২)। সাংবাদিক তৌহিদুর রহমান নিয়মিত বিভিন্ন পত্রিকায় গল্প, উপন্যাস ও ভ্রমণকাহিনী লেখেন। এর আগে তার প্রথাবিরোধী উপন্যাস ‘নীল যমুনার জলে’ প্রকাশিত হয়েছে। তার ছোট গল্পের বই ‘জোছনায় অন্ধ যুবক’। লিখেছেন জার্মানির ওপর ভ্রমণ কাহিনী ‘ব্রান্দেনবার্গ গেট’। তৌহিদুর রহমান দৈনিক জনকন্ঠের কূটনৈতিক রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন । এর আগে তিনি দৈনিক সংবাদ, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
×