ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী ইয়াবা প্রাচারের প্রধান রুট

প্রকাশিত: ২০:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী ইয়াবা প্রাচারের প্রধান রুট

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ মাদক ও ইয়াবা পাচারের প্রধান রুট হিসেবে পাচারকারীরা বেছে নিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার এর বিকল্প রোড বাঁশখালী প্রধান সড়ক। পাচারকারীরা যাতায়াতের নিরাপদ মাধ্যম হিসেবে বাঁশখালীর স্থল পথ ও সাগর পথ ব্যবহার করছে। বাঁশখালী এখন ইয়াবা পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে। পাচারকারীরা এই এলাকা নিরাপদ ভেবে গড়ে তুলেছে ইয়াবা ব্যবসার বিশাল সিন্ডকেট। অন্যদিকে মাদক পাচার রোধে পুলিশও বসে নেই। প্রতিদিন প্রত্যন্ত এলাকার ইয়াবা আস্তানায় পুলিশ হানা দিচ্ছে। আটক করছে পাচারকারী দলের সদস্যদের ও উদ্ধার হচ্ছে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক। প্রতিদিন পুলিশ অভিযান পরিচালনা করলেও ছোটখাট বিক্রেতারা তাদের জালে ধরা পড়লেও মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ মাদক পাচার রোধে যে কৌশলে অভিযান পরিচালনা করে তার ভিন্ন কৌশল অবলম্বন করে পাচারকারীরা। পুলিশ ও ইয়াবা পাচারকারীদের মধ্যে চলছে এক ধরনের প্রতিযোগিতা। বাঁশখালীতে ইয়াবার ভয়াল থাবা স্কুল কলেজ পড়–য়া ছাত্র, যুবক, সামাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। পাচারকারীরা যতই শক্তিশালী ও কৌশল অবলম্বন করুক না কেন পুলিশ বাঁশখালী উপজেলাকে মাদক মুক্ত করার শপথ নিয়েছে। বাঁশখালী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জনকন্ঠকে জানান, ইয়াবার ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে সচেতন হতে হবে। ইয়াবা পাচারকারী ও ব্যবসায়ী সম্পর্কে থানা পুলিশকে সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে। বাঁশখালীতে হয় ইয়াবা সিন্ডিকেট থাকবে না হয় থানা পুলিশ থাকবে। অভিযান চলছে।
×