ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে সরকারি আইন সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২২:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠিতে সরকারি আইন সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান শীর্ষক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জজ কোর্টের শহীদ সোহেল-জগন্নাত মিলনায়তনে সরকারি আইন সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এর আয়োজন করেছে। শনিবার সকাল ১০ টায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: শফিকুল করিম এর সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্দ উপস্থাপন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও সহকারী জজ মো: মাইনুল ইসলাম। ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবু শামীম আজাদ, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এবং আইন মন্ত্রনালয়ের প্রতিনিধি মো: ওয়াসীম শেখ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ১ম যুগ্ম জেলা জজ সানাউল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জায়েদ আহম্মেদ, রাজাপুর উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনজীবী তপন কুমার রায় চৌধুরী, এম.এ জলিল, বদরুর মিল্লাদ খোকন, সাকিনা আলম লিজা, মাহাবুবুল আলম কবির, জেলা মহিলা বিষয়ক কর্মচার আলতাফ হোসেন, সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, বিচার প্রার্থী নুর হোসেন ও রাবেয়া আক্তার বক্তব্য রাখেন।
×