ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে প্রেমের কারণে রামপাল বিদ্যুত কেন্দ্র হচ্ছে—রজভী

প্রকাশিত: ২৩:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের সঙ্গে প্রেমের কারণে রামপাল বিদ্যুত কেন্দ্র হচ্ছে—রজভী

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী যা বলেন, করেন তার উল্টো। অন্যদিকে ভারতের সঙ্গে বৈষ্ণব প্রেমের কারণে রামপালে বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুন্দরবন দিবস উপলক্ষে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আয়োজিত সুন্দরবন সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন পরিবেশবাদী সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রিজভী আরো বলেন, একদিকে তিনি (প্রধানমন্ত্রী) পরিবেশ সম্মেলন করছেন অন্যদিকে সুন্দরবনের পরিবেশ ধ্বংস করতে রামপালে তাপ বিদ্যুত কেন্দ্র স্থাপন করছেন। এই বৈসাদৃশ্য পৃথিবীতে আমি আর দেখিনি। বক্তৃতায় একটি ইংরেজি দৈনিকের সম্পাদকের ভূমিকার কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কাসিম বাজার কুঠিতে যারা ষড়যন্ত্র করলো তাদের বিষয়টি বড় হলো। যে যুদ্ধের ময়দানে মীর জাফরের ভূমিকা পালন করলো তাকে সরকারের মন্ত্রীরা বললেন- তার ভূমিকা অব্রাহাম লিংকনের মতো। এই বৈসাদৃশ্য পৃথিবীতে আমি দেখিনি। কাসিম বাজার কুঠির ষড়যন্ত্রের ঘসেটি বেগমকে ধরছেন, রায় দুর্লভকে ধরছেন অথচ যুদ্ধের ময়দানে যারা বেঈমানি করেছে তাদেরকে আপনি মহিমান্বিত করলেন। আপনার মন্ত্রীরা মঈন ইউকে অব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করলেন।
×