ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইবেরিয়ায় ৪০ হাজার বছরের পুরনো ব্রেসলেটের সন্ধান

প্রকাশিত: ০৫:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

সাইবেরিয়ায় ৪০ হাজার বছরের পুরনো ব্রেসলেটের সন্ধান

বিডিনিউজ ॥ সাইবেরিয়ায় খুঁজে পাওয়া গেছে চমৎকার সবুজ পাথরের ব্রেসলেট। যেটি ৪০ হাজার বছরের পুরনো বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এটিই এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো অলঙ্কার। খবর ডেইলি মেইলের। সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় এ ব্রেসটেল খুঁজে পাওয়া যায়। গুহাটি চীন ও মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। গুহার ভেতর প্রাণীর হাড়গোড়ের পাশে পাওয়া যায় ব্রেসলেটটি। হাড়গোড়গুলো লোমশ ম্যামথের বলে ধারণা বিজ্ঞানীদের। ডেনিসোভান মানুষদের নামে ওই গুহার নামকরণ করা হয়েছে। রহস্যমানব ডেনিসোভানরা হোমোজেনাস প্রাণীর হোমিনিস গোত্রের অন্তর্ভুক্ত। তবে জেনেটিকভাবে তারা হোমো সাপিয়েন্স ও নিয়ান্ডারথাল উভয়ের চেয়ে আলাদা। সার্বিয়ার মানুষদের ইতিহাস ও সংস্কৃতি জাদুঘরের প্রধান ড. আনাতোলি দেরেভায়াঙ্ক-এর উদ্ধৃতি দিয়ে ‘দ্য ডেইলি মেইল’ জানিয়েছে, “ব্রেসলেটটির কারিগরের দক্ষতা এক কথায় অসাধারণ। প্রাথমিকভাবে আমরা ধারণা করেছিলাম, এটি নিয়ান্ডারথাল বা আধুনিক মানুষের তৈরি। কিন্তু পরীক্ষায় বোঝা গেছে এর কারিগর ডেনিসোভানরা।” ব্রেসলেটটি হোমোসেপিয়ান্স এবং নিয়ান্ডারথালদের তুলনায় ডেনিসোভানদের অনেক বেশি অগ্রসর থাকার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন নোভোসিবিস্ক শহরে অবস্থিত প্রতœতত্ত্ব ও নৃবিদ্যা সংস্থার উপ-পরিচালক মিখাইল শুনকভ। তিনি বলেন, “অলঙ্কারটির কারিগর এটি তৈরির জন্য আজকের আধুনিক ড্রিল মেশিনের মতো কিছু ব্যবহার করেছেন। বিষয়টি কি আশ্চর্যের!” অসুস্থতার ভান করে অসুস্থতার অজুহাতে ছয় বছর ধরে কাজে ফাঁকি দিয়েছেন স্পেনের সরকারী কর্মকর্তা ৬৯ বছর বয়সী জোয়াকিম গার্সিয়া। এই অভিযোগে তাকে ২৭ হাজার ইউরো জরিমানা করা হয়। তিনি যে অসুস্থতার ভান করে এই ছুটি কাটিয়েছেন সেটি ধরা পড়ে ছুটির জন্য ফের আবেদন করার পর।-বিবিসি সেলফিতে বিরক্ত ওবামা সেলফি তোলা মোটেই পছন্দ করেন না বারাক ওবামা। বরং এই রীতি যাতে শেষ হয়ে যায়, এমন আশাই করেন এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে স্প্রিংফিল্ডের হুগল্যান্ড সেন্টার ফর আর্টসে সমর্থকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তার নিজের নির্বাচনী প্রচারের সময় সেলফি তোলার রীতি থাকলে মানুষের সঙ্গে করমর্দন আর শিশুদের চুমু খাওয়া হতো। জানুয়ারি মাসে তার সঙ্গে সেলফি তুলতে এক ব্যক্তি অনুরোধ করলে তা সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। -দি ভার্জ
×