ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালিতে পৃথক হামলায় ছয় শান্তিরক্ষীসহ ৯ সৈন্য নিহত

প্রকাশিত: ০৫:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

মালিতে পৃথক হামলায় ছয় শান্তিরক্ষীসহ ৯ সৈন্য নিহত

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গীদের হামলায় শুক্রবার ছয় সৈন্য নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। গোলযোগপূর্ণ এলাকাটিতে জঙ্গীদের অপর এক আকস্মিক হামলায় মালির তিন সৈন্য নিহত হয়। জাতিসংঘ মিশনের গিনি সূত্র ও কোনাক্রির সেনা সূত্র জানিয়েছে, মালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কিদালে শান্তিরক্ষী বাহিনীর একটি শিবিরে ভোরে জঙ্গীদের হামলায় গিনির ছয় সৈন্য নিহত হয়েছে। এরা জাতিসংঘের দ্য ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির (এমআইএনইউএসএমএ) সদস্য ছিল। মালির ইসলামপন্থী সংগঠন আনসার দ্বীন এই ঘটনার দায় স্বীকার করেছে। মৌরিতানিয়ার সংবাদ সংস্থাকে পাঠানো জঙ্গী সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মৌরিতানিয়ান জিহাদি’ এই হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে আমাদের দেশে হামলাকারী ক্রুসেডার ও তাদের দোসরদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এই ঘটনার নিন্দা জানিয়ে একে এমআইএনইউএসএমএ ঘাঁটির ওপর চালানো ‘বড় ধরনের’ হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে হুঁশিয়ার করে মালির সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। -এএফপি
×