ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৫:২২, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আলোচিত সময়ে এসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মোট ৬২ লাখ ৯৬ হাজার ৫৬১টি শেয়ার ও ইউনিট ৪২ বার লেনদেন হয়। যার বাজার দর ৬২ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : এসিআই, আরামিট, বাটা সু, ব্যাট বিসি, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট এবং আইডিএলসি। -অর্থনৈতিক রিপোর্টার ডিএসইর এজিএম ২৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই’র ৮২০তম পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানায়, আগামী ২৪ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলে ডিএসই’র ৫৪তম এজিএম এবং আগামী ১৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×