ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স লীগ জিততেই বার্সায় সুয়ারেজ!

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

চ্যাম্পিয়ন্স লীগ জিততেই বার্সায় সুয়ারেজ!

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরতে পারেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এ স্ট্রাইকার অবশ্য সেখানে শর্ত হিসেবে বেঁধে দিয়েছেন যদি পুনরায় তার পুরনো ক্লাব লিভারপুলে খেলার সুযোগ থাকে সেক্ষেত্রেই তা করবেন তিনি। এক সাক্ষাতকারে এমন কথা জানিয়েছেন সুয়ারেজ। তিনি দাবি করেছেন শুধু চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতার উদ্দেশ্য নিয়েই লিভারপুল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দিয়েছিলেন তিনি। ২০১১ সালের জানুয়ারিতে এ্যানফিল্ডে এসেছিলেন সুয়ারেজ। আয়াক্স থেকে ২০ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন লিভারপুলে। ২০১৪ সালের মাঝামাঝি স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দেয়ার আগে তিনি এ্যানফিল্ডে থেকে ১৩৩ ম্যাচ খেলে ৮২ গোল করেছিলেন। বিশেষ করে ২০১৩-১৪ মৌসুমে সবচেয়ে ভাল একটি মৌসুম কেটেছে তার। সুয়ারেজ ৩১ গোল করেন এবং লিভারপুল প্রিমিয়ার লীগে রানার্সআপ হয়। ২০০৯-১০ মৌসুমের পর আবার লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লীগে ফিরিয়েছেন তিনি। কিন্তু এরপরও ছেড়ে দেন ক্লাবটি। এর কারণ হিসেবে সুয়ারেজ জানান তিনি এমন কোন ক্লাবে থাকতে চান যেখানে থাকলে ইউরোপ সেরার খেতাব জেতা সম্ভব হবে। এ বিষয়ে সুয়ারেজ বলেন, ‘আমার আকাক্সক্ষা ছিল লিভারপুলকে আবারও এলিট শ্রেণীর ফুটবলে ফিরিয়ে আনার। কারণ ৫ বছর এখান থেকে দূরে ছিল তারা। হার ম্যানচেস্টার ইউনাইটেডের স্পোর্টস রিপোর্টার ॥ আবারও পরাজয় দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার সান্ডারল্যান্ড ২-১ গোলে লজ্জাজনকভাবে হারিয়েছে রেড ডেভিলদের। নিজেদের মাটিতে শুরু থেকেই দুর্দান্ত খেলে সান্ডারল্যান্ড। ম্যাচের তিন মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ওয়াবি খাজরি। তবে ৩৯ মিনিটে করা এ্যান্টনি মার্শালের গোলে সমতায় ফিরে রেড ডেভিলরা। এর ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। কিন্তু ম্যাচ শেষ হতে যখন ৮ মিনিট বাকি তখন ডেভিড ডি গিয়ার আত্মঘাতী গোলেই কপাল পুড়ে রেড ডেভিলদের । এই জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে লুইস ভ্যান গালের দল। যেখানে এক ম্যাচ কম খেলেও ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে লিচেস্টার সিটি। তবে এবারও পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকতে পারবে কি না তা নিয়ে রয়েছে তার যথেষ্ট সংশয়। সেইসঙ্গে লুইস ভ্যান গালের চাকরি নিয়েও রয়েছে শঙ্কা। তাছাড়া আগামী মৌসুম থেকেই ম্যানচেস্টার সিটির সাইড লাইনে ম্যানুয়েল পেলেগ্রিনির পরিবর্তে দেখা যাবে পেপ গার্ডিওলাকে। জোর গুঞ্জন চলছে ওল্ড ট্র্যাফর্ডে লুইস ভ্যান গালের উত্তরসূরি হতে যাচ্ছেন জোশে মরিনহোও। ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ রেড ডেভিলদের দায়িত্ব নিবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ গোলদাতা বেনি ম্যাককার্থি মনে করেন গার্ডিওলার সঙ্গে প্রতিযোগিতার জন্য ইউনাইটেডের মরিনহোকেই দরকার।
×