ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন

প্রকাশিত: ০৫:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, খুনী মোস্তাক, রশিদ ও জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতাকে হত্যা করেছিল। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে হত্যার বিচার হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে। শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি আবদুল আউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকাকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনের মাধ্যমে এ কমিটির ঘোষণা পেয়ে দলের নেতা-কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। কুমিল্লা উত্তর জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এমপি, দলের উপদেষ্টা ম-লীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, র.আ.ম ওবায়দুল মোকতাদীর চৌধুরী এমপি, আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, আবদুর রহমান এমপি, অধ্যাপক আলী আশরাফ এমপি, মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়া এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাদল রায়, রোশন আলী মাস্টার, উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, পারভেজ হোসেন সরকার, তপন বকশী, পৌর মেয়র মফিজুল ইসলামসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। শেখ সেলিম আরও বলেন, জিয়াউর রহমানকে বিএনপি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন।
×