ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার দগ্ধ গৃহবধূ এখন ঢাকায়

প্রকাশিত: ০৫:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার দগ্ধ গৃহবধূ এখন ঢাকায়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ ফেব্রুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলায় আগুনে পোড়া রুমি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সাদুল্যাপুর উপজেলার চাঁদ করিম গ্রামে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রুমি বেগম নামে গৃহবধূর শরীরে শ্বশুরবাড়ির লোকজন কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। আগুনে রুমির বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। রুমি বেগম উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে। এ ঘটনায় থানা পুলিশ রুমির স্বামী রায়হান মিয়াকে (২৩) শুক্রবার রাতে গ্রেফতার করে। অগ্নিদগ্ধ রুমিকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সর্বশেষ খবরে জানা গেছে, রুমি বেগমের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে পানিতে ডুবে বায়েজিদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বসন্ত উৎসবে পিঠামেলা নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ ফেব্রুয়ারি ॥ জমজমাটভাবে পালিত হয়েছে ‘পহেলা ফালগুন-বসন্ত উৎসব’। আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেলে পায়রা চত্বরে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। বেলা ১১টায় নুরুনন্নাহার মহিলা কলেজের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে কলেজের সামনে ফিরে আসে। সকাল ১০টায় বিহঙ্গ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র’র উদ্যোগে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাকৃবিতে কৃষিবিদ দিবস বাকৃবি সংবাদদাতা ॥ কৃষিবিদ দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। শনিবার কৃষিবিদ দিবসে বাকৃবিতে আয়োজিত কৃষিতে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনায় ওই দাবি জানায় কৃষিবিদরা। তাঁরা আরও বলেন, সত্তরের বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ থাকলে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গিয়ে। দেশ বছর জুড়ে খাদ্যাভাব লেগেই থাকত। বর্তমানে ১৬ কোটি মানুষ থাকলেও দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নর্দান ভার্সিটিতে কর্মশালা শনিবার ‘নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ (এনইউবি)’ ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনির্ভাসিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. ডব্লিউ. এম. আব্দুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার আনোয়ার হোসাইন, বিভাগীয় উপদেষ্টা প্রফেসর ড. আবুল হাসনাত, রেজিস্ট্রার লে: কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার এস এম আল মামুন মুকুল, বিভাগীয় সকল শিক্ষকম-লী ও কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের প্রধান ড. হারুন-অর-রশীদ। -বিজ্ঞপ্তি
×