ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বইমেলায় ওমর ফারুকের ‘নিঃশ্বাস’

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় ওমর ফারুকের ‘নিঃশ্বাস’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারের একুশে বইমেলায় এসেছে গীতিকার ও মিডয়াকর্মী ওমর ফারুকের ছোটগল্পের বই ‘নিঃশ্বাস।’ ‘নিঃশ্বাস’ লেখকের প্রথম ছোট গল্পের বই। ‘নিঃশ্বাস’ এর প্রচ্ছদ করেছেন আদিত্য রুপু। বইটিতে মোট পাঁচটি ছোটগল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো- ‘নষ্টের দলে এসো’, ‘বৃষ্টি হোক বা নাহোক আজ বর্ষা’, ‘হাতটা ধরলেই পারতে’, অনুক্ষণে অনুভব’ এবং ‘নিঃশ্বাস’। এছাড়াও বইটিতে পাবেন লেখকের বাবাকে নিয়ে একটি লেখা। বইটির লেখক প্রায় ৮ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। জন্ম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছত্রমুড়িয়া (ছঁয়গাও) গ্রামে। পিতা ইঞ্জিনিয়ার শেখ এম জলিল ও মাতা নাজমা বেগমের ৫ সন্তানের মধ্যে লেখক সবার বড়।
×